মেলবোর্ন টেস্টে অপরিবর্তিত অস্ট্রেলিয়া স্কোয়াড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৭, ১২:১৫ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজ পুনরুদ্ধার করেও থেমে থাকতে চাচ্ছে না অস্ট্রেলিয়া। এবার তাদের লক্ষ্য সফরকারীদের হোয়াইটওয়াশ করা। ইতোমধ্যে মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বক্সি ডে টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা।
কিন্তু আগের তিন টেস্টের দলকেই অপরিবর্তিত রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সর্বশেষ পার্থ টেস্টে পেসার মিচেল স্টার্কের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে মাঠে নেমে খেললেন অসাধারণ। ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সকে আউট করে 'একবিংশ শতাব্দীর সেরা'র ডেলিভারির স্বীকৃতিও পেয়ে গেলেন।
মেলবোর্নে ভাবা হয়েছিল বিশ্রাম দেওয়া হতে পারে স্টার্ককে। তবে শেষ পর্যন্ত তাকে রেখেই দল ঘোষণা করা হয়েছে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, মিচেল মার্শ, শন মার্শ, টিম পেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, নাথান লায়ন, জ্যাকসন বার্ড।