
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৩:০৭ এএম
আরো পড়ুন
চট্টগ্রামকে ১৬৩ রানের টার্গেট সিলেটের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০৩:২৩ পিএম

মিরপুরে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে সিলেট।
টস হেরে প্রথমে ব্যাটিং এ নামে সিলেট। খেলার পাঁচ রানের মাথায় রুবেলের বলে আউট হয়ে সাজ ঘরে ফিরে যান ওপেনার ব্যাটসম্যান রনি তারুকদার। দলের যকন ৫১ রান তখন ৩৫ রান করে নাসুম আহমেদের বলে আউট হন জনসন চার্লেস। এরপর ঝড়ো ব্যাটিং শুরু করেন মোহাম্মদ মিঠুন।৪৮ বল খরচ করে ৫টি ছয় ও ৪টি চারের সাহায্যে মিঠুন করেন ৮৪ রান। এটিই সিলেটের পক্ষে সর্বোচ্চ রান।
চট্টগ্রামের পক্ষে চার ওভারে ২৭ রান দিয়ে রুবেল হোসাইন তুলে নেন দু’টি উইকেট। নাসুম আহমেদ ও এমরিট তুলে নেন একটি করে উইকেট।সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

মিরপুরে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে সিলেট।
টস হেরে প্রথমে ব্যাটিং এ নামে সিলেট। খেলার পাঁচ রানের মাথায় রুবেলের বলে আউট হয়ে সাজ ঘরে ফিরে যান ওপেনার ব্যাটসম্যান রনি তারুকদার। দলের যকন ৫১ রান তখন ৩৫ রান করে নাসুম আহমেদের বলে আউট হন জনসন চার্লেস। এরপর ঝড়ো ব্যাটিং শুরু করেন মোহাম্মদ মিঠুন।৪৮ বল খরচ করে ৫টি ছয় ও ৪টি চারের সাহায্যে মিঠুন করেন ৮৪ রান। এটিই সিলেটের পক্ষে সর্বোচ্চ রান।
চট্টগ্রামের পক্ষে চার ওভারে ২৭ রান দিয়ে রুবেল হোসাইন তুলে নেন দু’টি উইকেট। নাসুম আহমেদ ও এমরিট তুলে নেন একটি করে উইকেট।