
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১১:২৯ এএম
আরো পড়ুন
এবার শুটিংয়ে রৌপ্য পেল বাংলাদেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৫:৫১ পিএম

এসএ গেমসের ১৩তম আসরে মঙ্গলবার রৌপ্য পেল বাংলাদেশ। শুটিংয়ে মেয়েদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে এ পদক অর্জ ন করে বাংলাদেশ।
মেয়েদের দলগত ১০ মিটারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন সৈয়দা আতকিয়া হাসান দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পা ও শারমিন আক্তার রত্না।এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশকে স্বর্ন এনে দেয় আল-আমিন, মারজানা ও হোমায়রা এবং লঙ্কানদের উড়িয়ে দিয়ে স্বর্ন জিতে নেয় বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

এসএ গেমসের ১৩তম আসরে মঙ্গলবার রৌপ্য পেল বাংলাদেশ। শুটিংয়ে মেয়েদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে এ পদক অর্জ ন করে বাংলাদেশ।
মেয়েদের দলগত ১০ মিটারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন সৈয়দা আতকিয়া হাসান দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পা ও শারমিন আক্তার রত্না।এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশকে স্বর্ন এনে দেয় আল-আমিন, মারজানা ও হোমায়রা এবং লঙ্কানদের উড়িয়ে দিয়ে স্বর্ন জিতে নেয় বাংলাদেশের নারী ক্রিকেটাররা।