ডাবলিনে অনুশীলনে টাইগাররা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০১৯, ০৪:০১ পিএম

বাংলাদেশ দলের বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন অবস্থান করছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। সেখানে পৌঁছেই অনুশীলনে নেমে পড়ে মাশরাফির দল। লম্বা ভ্রমণেও ক্লান্তি গ্রাস করেনি তাদের। বিশ্রাম বাদ দিয়ে প্রথম দিন বৃহস্পতিবার পুরোদস্তুর অনুশীলন করে টিম বাংলাদেশ।
আয়ারল্যান্ডের পেমব্রোক ক্রিকেট ক্লাবে বিকেলে প্রায় ঘণ্টা দুয়েক চলে অনুশীলন। মূল ম্যাচে মাঠে নামার আগে আগামী কয়েকটা দিন পেমব্রোক ক্রিকেট ক্লাবেই অনুশীলন করবেন ক্রিকেটাররা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওখানকার কন্ডিশন কাজে লাগিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল মাশরাফির দল। এবারো বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নেয় বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ক্লনটার্ফে ৭ মে। এদিন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় (স্থানীয় সময় বেলা পৌনে ১১টায়)। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের মালাহাইড এবং অদূরবর্তী ক্লনটার্ফে পালাবদল করে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আগামীকাল থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলবে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে টাইগাররাও আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। ৯ মে বাংলাদেশ খেলবে স্বাগতিকদের বিপক্ষে, ১৩ মে আবার খেলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৫ মে আইরিশদের বিপক্ষে ফিরতি ম্যাচ দিয়ে শেষ হবে প্রাথমিক পর্ব। দুটি দলের একটি দলকে পয়েন্ট টেবিলের পেছনে ফেলতে পারলে আগামী ১৭ মে ফাইনালে আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি চ্যানেল গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি। এ ছাড়া টেন স্পোর্টস, সনি সিক্স ও সনি সিক্স এইচডিও সরাসরি সম্প্রচার করবে।
অন্যদিকে, এই টুর্নামেন্ট থেকেই কোচ স্টিভ রোডস বেছে নেবেন বিশ^কাপের সেরা কম্বিনেশন। কে হবেন তামিম ইকবালের ওপেনিং পার্টনার, লিটন দাস নাকি সৌম্য সরকার- তা এখানেই ঠিক হয়ে যাবে অনেকটা। এই টুর্নামেন্ট শেষ করে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে ব্রিস্টলে ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার কাজ শুরু করবে মাশরাফি বাহিনী। বিশ্বকাপের আগে ২৬ ও ২৮ মে কার্ডিফে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২ জুন বিশ^কাপে টাইগারদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
এ ছাড়া বিশ্বকাপ দল চূড়ান্ত হলেও আয়ারল্যান্ডে সিরিজে থাকা বাড়তি চার সদস্য তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, নাঈম ও ইয়াসির রাব্বির দিকে চোখ থাকবে টিম ম্যানেজমেন্টের। এই চার জনের জন্যও অপেক্ষা করছে বড় সুযোগ। বিশ্বকাপ দলে বেশ কয়েজন সদস্য আছেন ইনজুরিতে। এর মধ্যে সেরারাই বেশি শঙ্কাতে। অধিনায়ক ছাড়াও ছোট বড় ইনজুরিতে আছেন রুবেল হোসেন, সাইফউদ্দিন ও মোস্তাফিজ। ওখানে এই চার জনের কেউ খুব ভালো করলে যে কারো জন্য জন্য আসতে পারে বিশ্বকাপে খেলার সুযোগ।
এর আগে সাকিব আল হাসানের আগেই আয়ারল্যান্ড পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার সকাল ১০টায় অধিনায়ক মাশরাফির নেতৃত্বে ১৭ ক্রিকেটার ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন। এদিন সাকিব দলের সঙ্গে সকালে যাননি। তিনি তার পরিবার নিয়ে রওনা দেন সন্ধ্যার পর। তবে সবার আগে সেখানে পৌঁছান অলরাউন্ডার ফরহাদ রেজা। তিনি আগের দিন মঙ্গলবার রাতেই দেশ ছেড়েছিলেন।