×

খেলা

অপূর্ণতা ঘোচালেন কোহলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০২:৪৭ পিএম

অপূর্ণতা ঘোচালেন কোহলি
   
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দাপট নতুন কিছু নয়। বর্তমানে ক্রিকেটের তিন ফরমেটে সবচেয়ে সেরা এবং মারকুটে ব্যাটসম্যান তিনি। এবার ভারত অধিনায়কের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে কোহলিকে সর্বসম্মতিক্রমে বেছে নিয়েছে আইসিসির ভোটিং একাডেমি। বছরজুড়ে ধারাবাহিক পারফরমেন্সের এমন কৃতিত্ব ইতিহাসে আর কারো নেই। এর আগে ২০১৭ সালে স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা খেলোয়াড় এবং বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার পুরস্কার জিতেছেন কোহলি। এ ছাড়া ২০১২ সালেও নির্বাচিত হয়েছিলেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হিসেবে। কিন্তু আগে কখনোই বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হতে পারেননি তিনি। এবার একসঙ্গে তিন পুরস্কার জিতে সে অপূর্ণতাই ঘোচালেন কোহলি। ক্রিকেটের ইতিহাসে আর কোনো ক্রিকেটারের এমন চমৎকার অর্জন নেই। সেই সঙ্গে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। অর্থাৎ এক বছরে একই সঙ্গে শীর্ষ তিন ব্যক্তিগত বর্ষসেরা ট্রফি জয় এবং দুটি সংস্করণে বর্ষসেরা দলের অধিনায়ক হওয়া প্রথম ক্রিকেটারও কোহলি। নতুন এই ইতিহাস গড়ার অনুভ‚তি জানিয়ে আইসিসিকে কোহলি বলেছেন, এটা আসলে অসাধারণ অনুভ‚তি। বছরজুড়ে কঠোর পরিশ্রম করার পুরস্কারই এটি। আমি সত্যিই সবার কাছে কৃতজ্ঞ এবং আমার পারফরমেন্সে দলও উপকৃত হওয়ায় খুবই খুশি। বৈশ্বিক পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়াটা একজন ক্রিকেটারের জন্য অনেক বড় গর্বের বিষয়। তিনটি পুরস্কার একসঙ্গে পাওয়া, আসলে বলে বোঝানো সম্ভব নয়, আমার জন্য অনেক বেশি গর্বের মুহূর্ত এটি। এতে আমার ভালো খেলার তাড়না আরো বেড়ে যায় কারণ আপনি একটা মানদণ্ড তৈরি করলে সেটি ধরে রাখাও আপনার দায়িত্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App