ঢাকার ঝড়ো সূচনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ০১:৪৩ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্ত প্রতিপক্ষ খুলনা টাইটানস। এই ম্যাচেও টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছে সাবেক চ্যাম্পিয়নরা। এর আগে প্রথম ম্যাচে ফেভারিটের মতোই খেলেছিল ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসের বিপক্ষে জিতে ছিল ৮৩ রানের বিশাল ব্যবধানে।
আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকার দুই ওপেনার বেশ ঝড়ো শুরু করেন। হজরতউল্লাহ জাজাই ও সুনীল নারিন ভালোই খেলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে সাকিবের ঢাকা।
অবশ্য টানা দুই ম্যাচে টসে হেরে ব্যাটিং করে ঢাকা। আগের ম্যাচেও রাজশাহী কিংসের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে বড় স্কোর গড়েছিল। সে ম্যাচে তারা করেছিল ১৮৯ রান। সে ধারাবাহিকতায় বড় ব্যবধানেও জিতেছিল তারা।
অবশ্য আগের ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরেছিল খুলনা টাইটানস। রংপুরের করা ১৬৯ রানের জবাবে খুলনার ইনিংস থেমে যায় ১৬১ রানে।
ঢাকা ডায়নামাইটস একাদশ : হজরতুল্লাহ জাজাই, সুনিল নারিন, কিরন পোলার্ড, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন এবং মোহর শেখ অন্তর।
খুলনা টাইটানস একাদশ : পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, জহুরুল ইসলাম, শরীফুল হক, তাইজুল ইসলাম, ডেভিড উইসে, জহির খান এবং আলি খান।