×

খেলা

জিকোর চোখে সেরা মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৩২ পিএম

জিকোর চোখে সেরা মেসি
   
ক্লাবপর্যায়ে একজন ফুটবলারের যত কিছু অর্জন করার থাকে তার সবটাই পেয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে জাতীয় দলের হয়ে বড় কোনো অর্জন নেই এই ফরোয়ার্ডের। অনেকে বলেন, বিশ্বকাপ না জেতাই সর্বকালের সেরাদের তালিকায় উচ্চারিত হবে না মেসির নাম। কিন্তু কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবলার জিকো তা মনে করেন না। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ না জিতলেও লিওনেল মেসিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলে মনে করেন তিনি। এ বিষয়ে গতকাল গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জিকো বলেন, একজন ফুটবলারের পক্ষে একটি দলকে বিশ্বকাপ জেতানো সম্ভব নয়। কেবল একজনের ওপর নির্ভর করে হয়তো হাতে গোনা কয়েকটি ম্যাচ জেতা যায় কিন্তু একটি টুর্নামেন্টের শিরোপা জেতা অসম্ভব। মেসি এবং আর্জেন্টিনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। মেসি আসার পর থেকে আর্জেন্টিনা অনেক বেশি পরিমাণে তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। দলটি কেবল মেসির একার পারফরমেন্সের ওপর ভিত্তি করে অনেকগুলো ম্যাচ জিতেছে। কিন্তু বিশ্বকাপ কিংবা বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতাটা অনেক কঠিন। তাই আর্জেন্টিনার ব্যর্থতার জন্য মেসিকে দায়ী করাটা অযৌক্তিক। এ সময় জিকো আরো বলেন, মেসির হতাশ হওয়ার কিছু নেই। এখনকার দিনে মানুষ শুধু অর্জন নিয়ে ভাবে। আমি মনে করি, একজন ফুটবলার কি অর্জন করেছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তার ক্যারিয়ার এবং সে মাঠে কেমন পারফরমেন্স করে সেটা। জিকোর মতে, ফুটবল একটি দলগত খেলা। এ খেলার ফলাফল নির্ভর করে দলের সব খেলোয়াড়রা মাঠে কেমন পারফরমেন্স করেছে তার ওপর। এরপর তিনি যোগ করেন, কখনো কখনো হয়তো কেউ একজন একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন। কিন্তু একটা টুর্নামেন্টের ফল নির্ধারণ করে দেয়া কারো একার পক্ষে সম্ভব নয়। তাই জাতীয় দলের হয়ে কয়টি শিরোপা জিতেছে সেটা দিয়ে মেসির যোগ্যতা পরিমাপ করাটা অযৌক্তিক। জিকো এ ক্ষেত্রে ইয়োহান ক্রুইফের উদাহরণ টেনে বলেন, তার মতো একজন ফুটবলার বিশ^কাপ জেতেননি। তবুও তো তাকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। তাই আমার দৃষ্টিতে বিশ্বকাপ না জিতলেও মেসি সেরাদের একজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App