আড়ালে রোকুজ্জো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ০৪:৩৪ পিএম

রাশিয়া বিশ্বকাপের পর সর্বশেষ স্পেনের ইবিজা সমুদ্রবন্দরে দেখা মিলেছিল আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর। সেবার কিছুটা অর্ধনগ্ন ছবি আর রোমান্সের জের ধরে গণমাধ্যমের নজর কাড়েন এ দম্পতি। সেই অবকাশে তিন ছেলেসহ সঙ্গে ছিল মেসির পুরো পরিবারও। তবে স্ত্রীর সঙ্গে জমিয়ে আড্ডা দেয়া থেকে শুরু করে বাদ যায়নি মেসির অন্তরঙ্গ মুহূর্তে জড়ানোও। সেই থেকে দীর্ঘদিন গণমাধ্যমের আড়ালে থাকায় কিছুটা চিন্তিত মেসি ভক্তরা। এত দিন তো রোকুজ্জোকে সব সময় মেসির পাশেই দেখা গেছে। এখন কেন আড়ালে তিনি? তবে কি দুজনার মাঝে সম্পর্কের টানাপড়েন চলছে?
বিয়ের পর থেকে প্রায় সময়ই মেসির পাশে দেখা গেছে আর্জেন্টাইন সুন্দরীকে। অনেক ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে হাত নেড়ে স্বামীকে প্রেরণা দিয়ে যান তিনি। রাশিয়া বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। তবে সম্প্রতি মেসির পাশে বা গণমাধ্যমে রোকুজ্জোর দেখা মিলছে না। যদিও বার্সা তারকা কদিন আগে ইনজুরি থেকে ফিরেছেন। মেসি সমর্থকরা মনে করছেন কোনো ঝামেলা না হলে তো মেসির এমন দুঃসময়ে রোকুজ্জোর পাশে থাকার কথা! হয়তো-বা তাদের মাঝে সম্পর্কের টানাপড়েন চলছে।