×

খেলা

লিভারপুলে অ্যালিসন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ০৩:০৩ পিএম

লিভারপুলে অ্যালিসন!
   
গত মৌসুমে ইউক্রেনের কিয়েভে রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরেছে ইংলিশ ক্লাব লিভারপুল। সে কারণে ক্লাব কর্তৃপক্ষ অনেকটাই হতাশ হয়েছে। সেই হতাশা এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার আশা থেকেই হয়তো এবার একটি ভালো দল গঠন করতে চাইছে ক্লাবটির কোচ জুরগেন ক্লপ। তাই মৌসুম শুরুর আগেই সুইস ফুটবলার জারদান শাকিরিকে ১৩.৫ মিলিয়ন ইউরোর ফিতে দলে ভিড়িয়েছেন। এবার একজন ভালো গোলরক্ষক কিনতে উঠে পড়ে লেগেছেন তিনি। প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে লিভারপুল কর্তৃপক্ষ ব্রাজিলিয়ান ফুটবলার অ্যালিসন বেকারকে ৬৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিতে চাইছে। কোচের মতে, লিভারপুলে তাকে আনতে পারলে প্রিমিয়ার লিগসহ চ্যাম্পিয়ন্স লিগেও আরো উন্নীত করা সম্ভব হবে। যেখানে গত মৌসুমে দ্য রেডসরা ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে চেলিসের মতো ক্লাবকে পেছনে ফেলে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করেছে। ২০১৬ সালে রোমার সঙ্গে ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে চুক্তিবদ্ধ হন তিনি। আর এখন লিভারপুল তাকে দশগুণ বেশি ফির বিনিময়ে এনফিল্ডে আনতে চাচ্ছে। ব্রাজিলিয়ান সেনসেশন অ্যালিসন বেকার গত মৌসুমটা ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে কাটিয়েছেন। তার অতন্দ্র প্রহরীর ভ‚মিকায় রোমা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলতে সক্ষম হন। আর এ পথে ইতালিয়ান ক্লাবটি মেসের বার্সেলোনাসহ বেশ কয়েকটি শক্তিশালী ক্লাবকে হারানোর কৃতিত্ব দেখায়। রোমা যেমন তাকে একজন সফল গোলরক্ষক হিসেবে বিবেচনা করে তেমনি ব্রাজিলেও তার অনেক সুনাম রয়েছে। অনেকেই বলে থাকেন ব্রাজিলের ইতিহাসে ১৯৯৪ সালের বিশ্ব কাপজয়ী গোলরক্ষক ক্লডিও তাফারেলের পরেই তিনি অন্যতম একজন খেলোয়াড়। সম্প্রতি বিশ্বকাপেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন ২৫ বছর বয়সী এ তারকা। যদিও কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এডেন হ্যাজার্ডের বেলজিয়ামের কাছে পেরে ওঠেনি। অ্যালিসনের দুর্দান্ত পারফরমেন্সের কারণেই তাকে লিভারপুলে আনার কথা ভাবছেন ক্লপ। তা ছাড়া তাকে দলে ভেড়ানোর আরেকটা কারণ আছে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারার অন্যতম কারণ ছিল গোলরক্ষক কারিউসের ভ‚মিকা। তার ভুলে সালাহরা দুটি গোল হজম করে। ৬ ফিট ৪ ইঞ্চি উচ্চতার এ তারকা অত্যন্ত সুদর্শন একজন পুরুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা নাতালিয়া লোয়ির সঙ্গে পরিচয় হয় তার। এরপর ধীরে ধীরে কাছে আসা এবং একে অপরকে একটু একটু করে জানাশোনা চলতে থাকে। সেই জানাশোনাই এক সময় গভীর প্রেমে রূপ নেয়। সঙ্গে সঙ্গে সেটি জনসম্মুখেও প্রকাশ করেন তারা। ২০১২ সালের শুরুতে নিজেদের টুইটার অ্যাকাউন্টে একে অপরকে ট্যাগ করে প্রণয়ের কথা জানান দেন। পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে লোয়ির সঙ্গে অ্যালিসন বিয়ের পিঁড়িতে বসেন। নাতালিয়া এখন পর্যন্ত একজন মেয়ে সন্তানের জননী হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App