রাশিয়া পৌঁছে গেছে মেসির আর্জেন্টিনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০১৮, ০২:৫৭ পিএম

বিশ্বকাপ খেলার জন্য রাশিয়া পৌঁছে গেছে মেসির আর্জেন্টিনা। শনিবার বিকেল নাগাদ জকুভোস্কি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মেসিরা।
ম্যানুয়েল লানজিনি ইনজুরিতে পড়ে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে ডাকা হয়েছে এনজো পেরেজকে। পেরেজ অবশ্য দলের সঙ্গে আসতে পারেননি। রোববার তিনি দলে যোগ দিবেন।
আর্জেন্টিনা এবার গ্রুপ পর্বে আইসল্যান্ড, নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে। তাদের প্রথম ম্যাচ আইসল্যান্ডের বিপক্ষে ১৬ জুন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
আর্জেন্টিনা দল :
গোলরক্ষক : সার্জিও রোমেরো, উইলফ্রেডো কাবাল্লেরো, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মের্কাদো, এডুয়ার্ডো সালভিও, নিকোলাস ওটামেন্ডি, ফ্রেদেরিকো ফাজিও, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুইনা, ক্রিস্টিয়ান আনসালদি।
মিডফিল্ডার : এনজো পেরেজ, ম্যাক্সি মেজ, লুকাস বিলিয়া, এভার বানেগা, জিওভানি লো সেলসো, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, ক্রিস্টিয়ান পাভোন।