টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ পিএম

ছবি: সংগৃহতি
নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পায় বাংলাদেশ। এবার তাদের সামনে আরেক ম্যাচ জিতে সিরিজ জেতার হাতছানি। টাইগারদে আরেকটি ইতিহাস গড়ার সাক্ষী হতে উদগ্রীব তাই বাংলাদেশের ভক্ত ও সমর্থকরা।
এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে পড়েছেন গত ম্যাচে দারুণ ব্যাটিং করা লিটন দাস। তার বদলে একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী।
মাউন্ট মুঙ্গানুইতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ আর নিউজিল্যান্ড। সিরিজ জয়ের মিশনে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবারও তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ১৩৪ রানে অলআউট করে ৫ উইকেটের জয় পায় টাইগাররা।
বাংলাদেশ একাদশ রনি তালুকদার, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল সান্তনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।