বিকেলে দেশে ফিরছে যুব চ্যাম্পিয়নরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম

বাংলাদেশে যুব ক্রিকেট দল

বাংলাদেশ দলের যুব এশিয়া কাপ জয়
নারী দলের পর এবার আবারও যুবদলের হাত ধরে এশিয়ায় শেষ্ঠত্বের মুকুট পেল বাংলাদেশ। বিজয়ের মাসে সংযুক্ত আরব আমিরাতকে তাদের নিজেদের মাটিতে হারিয়ে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ দল দিলো দুর্দান্ত এক উপহার।
আমিরাতকে ফাইনালে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের তরুণ টাইগাররা।
যুব এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশ যুব দল সোমবার (১৮ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখছে। বিকেল চারটায় হাযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে এশিয়া কাপ জয়ী যুব ক্রিকেটাররা। দলের সঙ্গে ফিরছেন কোচিং স্টাফসহ সকল সদস্যরা।
[caption id="attachment_481875" align="aligncenter" width="700"]
আসরে অসাধারণ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাদেরকে বরণ করে নিতে বিসিবির পক্ষ থেকে কোনো আয়োজনের খবর এখনো জানা যায়নি।
এবারের যুব এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের ও শ্রীলঙ্কাকেও হারায় জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে হারায় ভারত। আর ফাইনালে তো আরব আমিরাতকে নিয়ে রিতিমত ছেলে খেলা করেছে বাংলাদেশের যুবারা।
অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছির স্বাগতিক আরব আমিরাত। কিন্তু ফাইনালে বাংলাদেশের সামনে অসহায় আত্মসমর্পণ করে আরব আমিরাত।