২ ম্যাচ হাতে রেখেই দেশে ফিরলেন পাপন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১১:১২ এএম

ছবি: সংগৃহীত
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপটা যাচ্ছেতাই যাচ্ছে বাংলাদেশের। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। এ নিয়ে নেটদুনিয়া দলের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের নিয়েও হচ্ছে নানা আলোচনা সমালোচনা। বিশ্বকাপে এখনো দুই ম্যাচ বাকি টাইগারদের। এদিকে ম্যাচ দুটি বাকি রেখেই দেশে ফিরে এসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ড কর্তারা।
বুধবার (১ নভেম্বর) কলকাতা থেকে ঢাকা ফিরেছেন তারা। তার আগে গণমাধ্যমে জানিয়েছিলেন, দলের এমন খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে আছে বিসিবি। ক্রিকেটারদের যেকোনো প্রয়োজনে তারা পাশে থাকবে।
এর আগে নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশের ম্যাচে দলকে সাহস যোগাতে ভারতে গিয়েছিলেন পাপনসহ বেশ কয়েকজন বোর্ড কর্তা। এরপর ডাচদের কাছে শোচনীয় পরাজয়। সবশেষ পাকিস্তানের কাছেও ভরাডুবি। এই দুই পরাজয়েরই শক্তিশালী সাক্ষী ছিলেন দলকে চাঙ্গা করতে যাওয়া বিসিবি কর্তারা।
দলের এমন বাজে পরিস্থিতিতে দেশে ফিরেছেন পাপন। এই সফরে বিসিবি সভাপতির সঙ্গে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
এদিকে বাংলাদেশ দলও গতকাল কলকাতা ছেড়েছে। তাদের পরবর্তী চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে দিল্লিতে মুখোমুখি হবে টাইগাররা।