‘সাকিবই ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেছে’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ এএম

ছবি: ইন্টারনেট
এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। ৪৯.৫ ওভারে ২৫৯ রানে ভারতের ইনিংস গুটিয়ে দিয়ে ৬ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। কঠিন ব্যাটিং কন্ডিশনে ১৩৩ বলে ১২১ রানের দারুণ ইনিংস খেলেও ম্যাচসেরার পুরস্কার পাননি ভারতীয় ব্যাটসম্যান শুবমান গিল।
ম্যাচ সেরা হয়েছেন সাকিব। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। তার আগে দলের বিপদে সাকিবের ব্যাট থেকে এসেছে ৮৫ বলে ৮০ রানের আক্রমণাত্মক ইনিংস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাবিকের প্রশংসা করে ভারতীয় ব্যাটসম্যান শুবমান গিল বলেন, সাকিব বাংলাদেশের হয়ে ভালো খেলেছে। সে-ই আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে।’
গিল বলেছেন, ‘রাতের বেলা বলের মুভমেন্ট বেশি ছিল। দিনে ব্যাটিং ও রাতে ব্যাটিংয়ে একটা পার্থক্য তো ছিলই।’ গিল অন্য এক প্রশ্নের উত্তরে যোগ করেন, ‘আমরা মাঝে ম্যাচের অবস্থা বুঝতে ভুল করেছি। আমাদের এই ভুল থেকে শিখতে হবে, বিশেষ করে ফাইনালের আগে।’
গিলকে অবশ্য বাংলাদশের বিপক্ষে ৬ রানের হারে খুব একটা চিন্তিত মনে হচ্ছে না। নিজেদের ব্যাটিং পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলছিলেন, ‘ডট বল যেন কম হয়, আমরা নিজেদের মধ্যে তা নিয়ে আলোচনা করেছি। বেশি সিঙ্গেল নেয়ার চেষ্টা করেছি। বল যদি ব্যাটে আসে, তাহলে খেলার পরিকল্পনা ছিল।’
এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। একে একে ভারতীয় টপঅর্ডারররা ফিরলেও একপ্রান্ত আগলে থেকে যান ওপেনার শুভমান গিল।
স্ট্রোকের ফুলঝুরি ছোটাতে থাকেন তিনি। তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। কিন্তু আচমকা থেমে যান তিনি। তবে গিল তাণ্ডব চলতেই থাকে। একের পর এক চার-ছক্কায় ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনি।
অবশ্য ৩ অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করার পর ইনিংস দীর্ঘায়িত করতে ব্যর্থ হন গিল। দলীয় ২০৯ রানে মাহেদীর শিকার বনেন ডানহাতি ব্যাটার। ইতোমধ্যে ৮ চার ও ৫ ছক্কায় ১২১ রানের লড়াকু ইনিংস খেলেন প্রতিশ্রুতিশীল ওপেনার।
এতে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। কিন্তু বাদ সাধেন অক্ষর প্যাটেল। শার্দুল ঠাকুরকে নিয়ে জোট বাঁধেন তিনি। ধীরে ধীরে এগিয়ে যান তারা। ফলে জয়ের স্বপ্ন দেখে ভারতও। এই অবস্থায় শার্দুলকে তুলে নিয়ে তা ফিকে করে দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সেই রেশ না কাটতেই প্যাটেলকে ফেরান তিনি।
তাতে আবার ম্যাচে ফিরে লাল-সবুজ জার্সিধারীরা। পরে তামিম ও লিটনের যৌথ প্রচেষ্টায় রানআউটে কাটা পড়েন মোহাম্মদ সিরাজ। ফলে জয়োল্লাসে মাতেন সাকিবরা।