বিকালে শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ এএম

ছবি: ইন্টারনেট
এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ।সুপার ফোরে দুই হারে আগেই বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ।
ভারত আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। ফলে আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় টাইগাররা নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামছে।
তবে জয় দিয়েই এশিয়া কাপ মিশন শেষ করতে চান সাকিবরা। এশিয়া কাপের দশম আসরে যাত্রাটা ভালো হয়নি বাংলাদেশের। গ্রুপপর্বে আফগানিস্তানকে হারানোর ম্যাচ বাদে টাইগাররা আর জয়ের দেখা পায়নি।
বাংলাদেশের জন্য অবশ্য নতুন করে শুক্রবারের শেষ ম্যাচে হারানোর কিছু নেই, তবে রয়েছে প্রাপ্তির সুযোগ। অধিনায়ক সাকিবও চান ভারতকে হারিয়ে এশিয়া কাপের শেষটা রাঙিয়ে রাখতে।
ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ভারতকে হারানোর লক্ষ্য জানিয়েছেন সাকিব।
তিনি বলেছে, ‘অবশ্যই চাওয়া-পাওয়ার আছে। যদি আমরা শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে। এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না, এই ম্যাচ থেকে শুধু জয় চাই।’
গত ছয়দিনে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শেষ ম্যাচগুলোতে পিচ স্লো হওয়ায় বেশ টার্ন পেয়েছেন স্পিনাররা। সেকারণে কালকের সম্ভাব্য বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও পিচ স্লো থাকতে পারে।
আগে থেকেই চোট জর্জরিত বাংলাদেশ দলের এই ম্যাচে থাকছেন মুশফিকুর রহিম। সে কারণে তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে নতুন কাউকে।