হাশিম আমলা-কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১০:২১ পিএম

মুলতানে ২০২৩ সালের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে দুরন্ত ১৫১ রানের ইনিংস খেললেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর সেই সঙ্গে গড়লেন একাধিক রেকর্ড।
নেপালের বিরুদ্ধে ধারেভারে যে এগিয়ে পাকিস্তানই, তা বলার অপেক্ষা রাখে না। বুধবার ঘরের মাঠ মুলতানে বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটারের মতোই খেললেন বাবর।
১৩১ বলে ১৫১ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দিলেন তিনি। হাঁকালেন ১৪টি চার এবং চারটি ছক্কা। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ১৯তম ওয়ানডে সেঞ্চুরির মালিক হয়ে গেলেন পাকিস্তানের অধিনায়ক।
১০২টি ইনিংস খেলেই এই মাইস্টোন ছুঁয়ে ফেলেন তিনি। আর তাতেই টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং বিরাট কোহলিকে। আমলা ১৯টি সেঞ্চুরি করেছিলেন ১০৪টি ইনিংস খেলে এবং কোহলি এই নজির গড়েন ১২৪টি ইনিংসের পর।
শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে রানের নিরিখে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে টপকে গেলেন বাবর। গম্ভীর যেখানে ৫ হাজার ২৩৮ রান করে কেরিয়ারে ইতি টেনেছিলেন, সেখানে বাবর ঝুলিতে ভরে ফেললেন ৫ হাজার ৩৫৩ রান।
অধিনায়ক হিসেবে এশিয়া কাপে সর্বোচ্চ রানের মালিকও হয়ে গেলেন বাবর। ২০১৪ এশিয়া কাপে কোহলি ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন। সেই রেকর্ডও এদিন ভেঙে দিলেন বাবর।
বাবরের একগুচ্ছ রেকর্ড গড়ার দিন নজর কাড়লেন মিডল অর্ডার ব্যাটার ইফতিকার আহমেদ। ৭১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন তিনি। চতুর্থ দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডে-তে শতরানের মাইলফলক ছুঁলেন তিনি।
দ্রুততম ১৯ ওয়ানডে সেঞ্চুরি-
ব্যাটসম্যান | ইনিংস |
বাবর আজম | ১০২ |
হাশিম আমলা | ১০৪ |
বিরাট কোহলি | ১২৪ |
ডেভিড ওয়ার্নার | ১৩৯ |
এবি ডি ভিলিয়ার্স | ১৭১ |