শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০১:৪২ পিএম

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
রবিবার (২৭ আগস্ট) বেলা ১২টায় বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেয় টাইগারা।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট।
নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।
গতবারের মতো এবারো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হবে ছয় দলের অংশগ্রহণে।
‘এ’ গ্রুপে মূল আয়োজক পাকিস্তানের সঙ্গী ভারত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা ও আফগানিস্তান।
এবারের আসরের মোট চারটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলংকা।
সূচি অনুযায়ী, ভারত -পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলংকার ক্যান্ডিতে। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ।