রিয়াদের স্ট্যাটাস ঘিরে রহস্য

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১০:০৯ এএম

ব্যাট হাতে ছন্দে থাকার পরও গত মার্চ মাসের পর জাতীয় দল থেকে বিশ্রামে পাঠানো হয় অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে।
বিশ্রামের আড়ালে একের পর এক সিরিজে কেবল বাদ পড়ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সর্বশেষ ঘোষিত এশিয়া কাপের স্কোয়াডেও তাকে রাখা হয়নি।
অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধনও করেন ক্রিকেটপ্রেমীরা। বর্তমানে আলোচনায় থাকা এ ক্রিকেটার শুক্রবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হজ পালনকালের একটি ছবি শেয়ার করেন রিয়াদ। সেখানে তিনি ক্যাপশনে লিখেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।
প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের মূল স্কোয়াড নির্বাচন করা হবে এশিয়া কাপের দলের ওপর ভিত্তি করেই। তবে বিশ্বকাপের আগে যদি সেখানকার কোনো ক্রিকেটার চোটে পড়েন তাহলে বিপাকে পড়তে হবে বিসিবিকে।
জরুরি পরিস্থিতিতে যখন-তখন যে কাউকে প্রয়োজন পড়তে পারে, এই ভাবনা থেকেই মূলত ব্যাক-আপ ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের।
সেই দিক বিবেচনা করেই স্কোয়াডের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদসহ আরো ৮-১০ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখা হচ্ছে।
রিয়াদকে বিশ্বকাপ দলে ফেরাতে মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে ভক্তরা। এবার টাইগার এই ক্রিকেটারের পোস্টের মন্তব্যের ঘরেও দলে ফেরানোর দাবি জানিয়েছেন অনেকে।