বেনজেমার বিকল্প হিসেবে জোসেলুকে চুক্তির ঘোষণা রিয়ালের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৬:১৩ পিএম

স্প্যানিশ স্ট্রাইকার জোসেলু। ছবি: মার্কা
রিয়াল মাদ্রিদ ছেড়ে আল ইত্তিহাদে করিম বেনজেমা চলে যাওয়ায় বিকল্প হিসেবে স্ট্রাইকার কেনার পরিকল্পনা ছিল ক্লাবটির। জায়গা পূরণে আপাতত একজন স্ট্রাইকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে লস ব্লাঙ্কোসরা। সোমবার (১৯ জুন) ইস্পানিওলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো স্প্যানিশ স্ট্রাইকার জোসেলুর সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে রিয়াল।
৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার ইস্পানিওলে সর্বশেষ মৌসুমে ১৭ গোল করেছেন। এছাড়া হফেনহেইম, ইনট্রাক ফ্রাঙ্কফুট, স্টোকসিটি, লা করুনা, নিউক্যাসল ও আলাভেজে খেলেছেন তিনি।
রোববার রাতে স্পেনের উয়েফা নেশনস লিগ জেতা দলেও ছিলেন জোসেলু। রিয়াল মাদ্রিদ শুক্রবার তাকে ভক্তদের সামনে উপস্থাপন করবে বলে জানিয়েছে।
জোসেলুর সঙ্গে চুক্তির বিষয়ে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘ইস্পানিওল থেকে জোসেলুকে ধারে দলে নেয়ার শর্তে রিয়াল মাদ্রিদ সম্মত হয়েছে। আগামী মৌসুম তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন। ধারের মেয়াদ শেষে কেনার অপশনও আছে চুক্তিতে।’