আবাহনী-মোহামেডান ফাইনালে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৬:২৮ পিএম

আবাহনী-মোহামেডান। ছবি সংগৃহীত
এবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী এবং ঢাকা মোহামেডান। ৩০ মে কুমিল্লায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এক সময় ঘরোয়া ফুটবল টুর্নামন্টের ফাইনাল মানেই ছিল ঢাকা মোহামেডান। গত এক দশকে এই চিত্র পরিবর্তন হয়েছে। ঢাকা আবাহনী ফাইনালে প্রতিদ্বন্দীতা করলেও মোহামেডান আনতে পারেনি নিজেদের শ্রেষ্ঠত্বের মঞ্চে। ২০১১ সালে কোটি টাকার টুর্নামেন্ট সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সর্বশেষ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সেই ফাইনালে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল।
আজ (১৬ মে) ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা আবাহনী। গত সপ্তাহে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান।