অভিষেকে ব্যর্থ রনি তালুকদার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৪:৫১ পিএম

ছবি: সংগৃহীত
চেমসফোর্ডে সিরিজ নির্ধারণী সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুতে আউট হয়ে ফিরেছেন ওয়ানডে অভিষেক হওয়া রনি তালুকদার।
বাংলাদেশ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার তামিম ইকবাল ১৬ বলে ১৫ রান করে খেলছেন। তার সঙ্গী নাজমুল শান্ত ২৫ বলে ২৩ রান করেছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ক্রেইগ ইয়াং, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।