অবশেষে কলকাতার একাদশে লিটন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত
অবশেষে আইপিএল অভিষেক হতে যাচ্ছে লিটন কুমার দাসের। দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামবেন তিনি। তবে ম্যাচে লিটন দাস একাদশে থাকলেও বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড়ঘণ্টা পর অনুষ্ঠিত হয় ম্যাচের টস। ফলে রাত ৮টায় ম্যাচ শুরুর কথা থাকলেও একঘণ্টা পর খেলা মাঠে গড়ায়। তবে বিলম্ব হলেও নির্ধারিত ওভারেই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
এই ম্যাচে দিল্লির একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। মুস্তাফিজ ও পোরেলের জায়গায় একাদশে নেয়া হয়েছে পিল সল্ট ও ইশান্ত শর্মাকে। অন্যদিকে কেকেআরে পরিবর্তন এসেছে চারটি। গুরবাজকে বাদ দিয়ে একইসঙ্গে এই আসরে প্রথমবারের মতো একাদশে যুক্ত হয়েছেন লিটন ও রয়।