×

খেলা

প্রথমবারের মতো উয়েফা উপদেষ্টা পর্ষদ গঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১১:১৮ এএম

প্রথমবারের মতো উয়েফা উপদেষ্টা পর্ষদ গঠিত

ফাইল ছবি

   

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটি প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তি ও কোচদের নিয়ে ২০ সদস্যের উপদেষ্টা পর্ষদ গঠন করেছে। গতকাল এর তালিকা প্রকাশ করা হয়। এর আগে তৃতীয় মেয়াদে উয়েফার সভাপতির দায়িত্ব পেয়েছিলেন আলেকসান্দের চেফেরিন।

উয়েফার নতুন উপদেষ্টা পর্ষদের সদস্য হতে চলেছেন মরিনহো-জিদান-আনচেলত্তিরা। উয়েফার এই উপদেষ্টা পর্ষদের সদস্যরা মূলত ফুটবলের আইন কার্যকর, রেফারিং ও সূচি সাজাতে সহায়তা করবেন। পর্তুগালের রাজধানী লিসবনে গত সপ্তাহে এই বোর্ড গঠনের অনুমোদন দেয় উয়েফার কার্যনির্বাহী কমিটি। যেখানে প্রতি বছর অন্তত একবার করে হলেও মিলিত হবেন জিদান, মরিনহো, আনচেলত্তি, রিও ফার্ডিনান্ডরা।

আগামী ২৪ এপ্রিল সুইজারল্যান্ডের শহর নিয়নে অবস্থিত উয়েফা সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ২০ সদস্য নিয়ে গঠিত এই উপদেষ্টা পার্ষদেরা। আর সেদিনই এর সভা অনুষ্ঠিত হবে। সে সভায় নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেখানে সভাপতিত্ব করবেন ক্রোয়েশিয়ার সাবেক অধিনায়ক ও উয়েফার ফুটবল পরিচালক ভোনিমির বোবান।

গত বৃহস্পতিবার তৃতীয় মেয়াদে উয়েফার সভাপতির দায়িত্বে আসেন আলেকসান্দের চেফেরিন। তিনি প্রথমবারের মতো উয়েফার নেতৃত্বে আসেন ২০১৬ সালে। তার আগে এই সংস্থার নেতৃত্বে ছিলেন মিশেল প্লাতিনি। দুর্নীতির অভিযোগে ২০১৫ সালে ফুটবলসংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শাস্তি পান প্লাতিনি। এর পরবর্র্তীতে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য আপিল করেন।

তবে তার আপিলের পর ফের একই ফলাফল এলে সাবেক এই ফরাসি ফুটবলারকে ২০১৬ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়। এরপরই ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ নিয়ন্ত্রক হওয়ার সুযোগ পান চেফেরিন। দায়িত্ব ঠিকভাবে পালনের জন্য ২০১৯ সালে তিনি দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চার বছরের জন্য উয়েফার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পরবর্তী সময়ে তিনি ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন ২০২১ সালের এপ্রিল মাসে।

তখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউরোপিয়ান সুপার লিগ শুরু করার ঘোষণা দেয় ইউরোপের ১২টি ফুটবল ক্লাব। তবে ভক্ত ও সমর্থকদের থেকে শুরু করে ফুটবল সংস্থাগুলো প্রবল চাপ প্রয়োগ করায় এবং সাবেক ও বর্তমান ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেই ১২টি ক্লাবের পরিকল্পনা ভেস্তে যায়। এ রকম বড় একটি চ্যালেঞ্জ মোকাবিলা করে চেফেরিন তার দ্বিতীয় মেয়াদও সফলতার সঙ্গে শেষ করেন। এর ফলাফলই দেখা যায় গত বুধবারের নির্বাচনে। তার পারফরম্যান্সে সবাইই সন্তুষ্ট থাকায় নির্বাচনে এবারো তার কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী ছিলেন না। এবার তৃতীয় মেয়াদেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে উয়েফায় নিজের হ্যাটট্রিক পূরণ করলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App