ইনজুরিতে আইপিএল শেষ উইলিয়ামসনের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৪:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত
মৌসুমের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পেয়েছে গুজরাট টাইটানস। তবে এ ম্যাচে রুতুরাজের ছক্কা বাঁচাতে গিয়ে চোটে পড়েন উইলিয়ামসন। এরপর আর খেলতে পারেননি তিনি।
আজ জানা গেছে, আইপিএল খেলা হচ্ছে না উইলিয়ামসনের। তার আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবরটি জানিয়েছেন গুজরাটের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি।
চেন্নাইয়ের বিপক্ষে গুজরাটের ৫ উইকেটে জেতা সেই ম্যাচে উইলিয়ামসনের বদলি হিসেবে নামেন সাই সুদর্শন। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলেন তিনি। উইলিয়ামসনের চোট যে গুরুতর, তখনই বোঝা যাচ্ছিল। এরপরও অবশ্য তাকে পাওয়া যাবে বলে আশা করেছিল গুজরাট। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না।
উইলিয়ামসনের ছিটকে যাওয়ার কথা জানাতে গিয়ে আজ বিক্রম সোলাঙ্কি বলেছেন, টুর্নামেন্টের শুরুতেই কেইনকে চোটের কাছে হারানোটা দুঃখজনক। আমরা চাই, সে দ্রুত সেরে উঠুক। আশা করছি, খুব শিগগিরই সে আবার মাঠে ফিরবে।
উইলিয়ামসন এখন নিউজিল্যান্ডে ফিরে যাবেন। তবে তার বিকল্প হিসেবে কাকে নেবে, তা এখনো জানায়নি গুজরাট।