এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৯:৪৮ এএম

ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে আজ রবিবার (১২ মার্চ) দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলাতে মাঠে নামবে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি স্বাগতিকদের সামনে। আর সেই সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী টাইগাররা।
রবিবার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
মাত্র এক ম্যাচেই সব বদলে যায় না। তবে স্বাগতিকদের জয় হতে পারে টার্নিং পয়েন্ট। হতে পারে টি-টোয়েন্টিতে নতুন বাংলাদেশের শুরু। হোম অব ক্রিকেটে এ স্বপ্নযাত্রায় অটল থাকতে চায় টিম টাইগার্স।
বাংলাদেশ পেসার হাসান মাহমুদ বলেন, মোমেন্টামটা অবশ্য আমাদের দিকে, তাই আমাদের চেষ্টা থাকবে এটা কন্টিনিউ করার। অধিনায়ক আমাদের ট্রেইনআপ করছে, আমরা সবাই ইয়ং সবকিছু মিলে ভালো চলছে। এই মুহূর্তে আমাদের যে দল রয়েছে আমি মনে করি সেটা সেরা। সবাই মাঠে খুবই এনার্জেটিক, সবাই মাঠে শেষ পর্যন্ত অ্যাফোর্ট দেয়। সবাই যার যার দায়িত্ব বুঝে নিয়েছেন। ডেথ ওভার বোলিং সামলাতে আছেন হাসান মাহমুদ। তরুণ পেসারের টার্গেট ডট বল।
টাইগার পেসার বলেন, একটা বল ডট দিতে পারলে পরবর্তী বলে ফোকাস থাকে। যদি বাউন্ডারি হয়ে যায় তারপরও আমি আমার লেন্থে থাকি, যেটা আমি পছন্দ করি বল করতে। ওই সময়টাতে ক্যারেক্টারটা শো করতে আমি নিজে পছন্দ করি। ফিল্ডিংয়েও নতুন দিনের আগমন। পাওয়ার হিটিং, বোলিংয়ের পাশপাশি ক্যাচ প্র্যাকটিসে সিরিয়াস দেখা গেছে সবাইকে। মিরপুরে একাদশে আসতে পারে একটা পরিবর্তন। শামীম পাটোয়ারির পরিবর্তে ফিরতে পারেন নুরুল হাসান সোহান।
ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া ইংল্যান্ড বলে দিচ্ছে তাদের অনুশীলনের চিত্র। ঐচ্ছিক অনুশীলনের কথা বললেও মাঠে হাজির ইংলিশদের প্রায় সবাই।