হারের 'প্রায়শ্চিত্ত' যেভাবে করল ইউনাইটেড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০১:০৩ পিএম

ছবি: সংগৃহীত
লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। এমন বিপর্যয়ের পর অনেকেই মনে করেছিলেন একাদশে অনেক পরিবর্তন আনবেন টেন হাগ। তবে সবাইকে তাক লাগিয়ে গত বছরের সেপ্টেম্বরে পর এই প্রথম টানা দুই ম্যাচে একই একাদশ রখেছেন ইউনাইটেডের কোচ।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ইউরোপা লিগের শেষ ষোলোতে রিয়াল বেতিসের লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়া দলটিকেই নামিয়ে দিলেন কোচ। ব্রুনো ফার্নান্দেজ-কাসেমিরোদের যেন পরিষ্কার বার্তা দিয়েছিলেন তিনি-তোমাদের প্রায়শ্চিত্ত তোমাদেরই করতে হবে!
ফার্নান্দেজ-কাসেমিরো-মার্কাস রাশফোর্ডরা ‘প্রায়শ্চিত্ত’টা করেছেন ভালো মতোই। ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটিতে বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড।
ম্যাচের ষষ্ঠ মিনিটে রাশফোর্ড দলকে এগিয়ে দেওয়ার ২৪ মিনিট পর সেটি শোধ করে দিয়েছিলেন বেতিসের আয়োজ পেরেজ। তবে দ্বিতীয়ার্ধে আন্তনি, ব্রুনো এবং ভাউট ভেগহোর্স্টের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে টেন হাগের দল। যে জয় ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে দিয়েছে তাদের। দ্বিতীয় লেগের ম্যাচটি ১৬ মার্চ।
টেন হাগের মতে, লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়ার পর এভাবে ঘুরে দাঁড়ানোর মাধ্যমে নিজেদের শক্ত মানসিকতার পরিচয় দিয়েছে খেলোয়াড়েরা, ‘একটা বিপত্তির পর পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারাটা খুব ভালো ব্যাপার। এই মৌসুমে এবারই প্রথম আমরা ঘুরে দাঁড়াইনি। আগেও এমনটা খেলেছি। এই দলটার নিজস্ব ধরন আছে। ওরা প্রশংসা পাওয়ার যোগ্য।’
ইউনাইটেডের জয়ের রাতে আর্সেনাল অবশ্য আটকে গেছে। প্রিমিয়ার লিগের শীর্ষস্থানধারীরা ইউরোপা লিগ শেষ ষোলোর প্রথম লেগ খেলতে গিয়েছিল লিসবনের মাঠে। শুরুতে উইলিয়াম স্যালিবার গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২–২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। পর্তুগিজ ক্লাবটির হয়ে দুই গোল করেন গনসালো ইনাসিও ও পলিনিও।
আর্সেনালের দ্বিতীয় গোল আসে মোরিতার আত্মঘাতি গোল থেকে।
বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের অন্য ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস। জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ঘরের মাঠে ১–০ ব্যবধানে হারায় ইতালিয়ান পরাশক্তিরা। ম্যাচের ৫৩ মিনিটে একমাত্র গোলটি করেন আনহেল দি মারিয়া।