
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:৫৭ এএম
আরো পড়ুন
কোহলিকে চুম্বন করলেন ভারতীয় তরুণী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫০ পিএম
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে প্রকাশ্যে চুম্বন করেছেন এক তরুণী। তবে নরদেহের কোহলি নয়, তার একটি মূর্তিকেই জাপ্টে ধরে চুম্বন করেছেন ওই তরুণী। আর এই কাণ্ড-কারখানা নিয়ে মোটেই সন্তুষ্ট নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। সরব অভিযোগ তুলেছেন তারা।
দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কোহলির সেই ভাস্কর্যের ঠোঁটে ঠোট রাখছেন এক তরুণী। খবর হিন্দুস্তান টাইমসের।
কোহলি ভক্তের এমন ঘটনাকে কেন্দ্র করে সেখানে নানা রকম মন্তব্য পাওয়া যাচ্ছে। একজন লিখেছেন, ‘এমন তরুণীদের থেকে মূর্তিগুলোও সুরক্ষিত নয়।’ আরও একজন লিখেছেন, ‘বৌদি (আনুশকা শর্মা) এই ভিডিও দেখলে তার (বিরাট কোহলি) ঠোঁটই কেটে দেবেন!’ তবে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি কোহলির।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে প্রকাশ্যে চুম্বন করেছেন এক তরুণী। তবে নরদেহের কোহলি নয়, তার একটি মূর্তিকেই জাপ্টে ধরে চুম্বন করেছেন ওই তরুণী। আর এই কাণ্ড-কারখানা নিয়ে মোটেই সন্তুষ্ট নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। সরব অভিযোগ তুলেছেন তারা।
দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কোহলির সেই ভাস্কর্যের ঠোঁটে ঠোট রাখছেন এক তরুণী। খবর হিন্দুস্তান টাইমসের।
কোহলি ভক্তের এমন ঘটনাকে কেন্দ্র করে সেখানে নানা রকম মন্তব্য পাওয়া যাচ্ছে। একজন লিখেছেন, ‘এমন তরুণীদের থেকে মূর্তিগুলোও সুরক্ষিত নয়।’ আরও একজন লিখেছেন, ‘বৌদি (আনুশকা শর্মা) এই ভিডিও দেখলে তার (বিরাট কোহলি) ঠোঁটই কেটে দেবেন!’ তবে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি কোহলির।