ভালবার্দে ও অ্যাসেনসিওর গোলে রিয়ালের জয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৯ এএম

ছবি: এএফপি
ওসাসুনার বিপক্ষে করিম বেনজেমা না থাকায় পুরো ম্যাচেই ভুগতে হয়েছে তারকা সমৃদ্ধ দল রিয়াল মাদ্রিদকে। ভিনিসিয়াস একের পর এক সুযোগ নষ্ট করে দলকে চাপে ফেলেছেন। যদিও শেষদিকে ভালবার্দে ও অ্যাসেনসিওর গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল শিবির।
আজকের ম্যাচে ২-০ গোলের কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধান কমিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের দশম মিনিটেই গোলের সুযোগ পায় রিয়াল। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। খবর স্কাই স্পোর্টসের।
সুযোগ নষ্ট করেছে একাধিকবার ওসাসুনারও। ১৫ মিনিটে আন্তে বুদেমির ঠিকমতো হেড করতে গোল বঞ্চিত হয় তারা।
৪৩ মিনিটে আবারও সুযোগ পান বুদেমির, পারেননি লক্ষ্যভেদ করতে। উত্তাপহীন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরো মরিয়া হয়ে উঠে রিয়াল। ম্যাচের ৫২ মিনিটে ভিনির গোল অফসাইডে বাতিল হয়।
৫৫ মিনিটেও সহজ সুযোগ হাতছাড়া করে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান। ৭৪ মিনিটে ভিনির প্রচেষ্টা নস্যাৎ করে দেয় স্বাগতিকদের গোলকিপার। অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে ফুরায় গোলের জন্য রিয়ালের অপেক্ষা।
লুকা মদ্রিচের পাসে ভিনির কাট ব্যাকে দুর্দান্ত এক ভলিতে জালের নিশানা খুঁজে পান ভালবার্দে । আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাসেনসিওর গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের। ২২ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।