স্প্যানিশ সুপার কাপ: রিয়ালকে উড়িয়ে বার্সার শিরোপা জয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১০:২১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো বার্সেলোনা। বছরের প্রথম এল ক্লাসিকো জিতে প্রতিযোগিতার ১৪তম শিরোপাও নিশ্চিত করেছে ক্লাবটি।
জয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন রবার্ট লেভানডফস্কি ও গাভি। একই সঙ্গে গোল ও অ্যাসিস্ট করেছেন দুজনই। অন্য গোলটি করেছেন পেদ্রি। শেষ দিকে বেনজেমা রিয়ালের হয়ে একটি গোল শোধ করলেও সেটি ছিল সান্ত্বনা।
খেলার ৩৩ মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। রবার্ট লেভান্ডোভস্কির বাড়িয়ে দেওয়া শটে থেকে গোল করেন গাভি। প্রথমার্ধের শেষ মুহূর্তে লেভান্ডোভস্কিকে দিয়েও গোল করান গাভি। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বার্সা।
বিরতির পরও নিজেদের দাপট বজায় রাখে বার্সা। ৬৯ মিনিটে পেদ্রি যেন একাই টেনে নিয়ে গেলেন বল। তারপর সেখান থেকেই নিজেই করলেন গোল। তার গোলে জয়টা তখনই নিশ্চিত হয়ে যায়। এরপর চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল। রিয়ালের দারুণ কিছু আক্রমণ ঠেকিয়েছেন বার্সেলোনার গোলরক্ষক টার স্টেগেন। শেষ দিকে বেনজেমা একটি গোল শোধ করলেও সেটি ছিল শুধুই সান্ত্বনা।