প্যারিসে পৌঁছেছেন মেসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৫:৪৯ পিএম

প্যারিসে পৌঁছেছেন লিওনেল মেসি
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্সের প্যারিসে ফিরেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। দেশে ফিরে আকাশি-সাদা জার্সির খেলোয়াড়রা উদযাপন করেছেন, পার্টি করেছেন। ওই উল্লাস-উদযাপন শেষ করে বেশিরভাগ ফুটবলার ক্লাবে যোগ দিয়েছেন। বাকি ছিলেন কেবল আর্জেন্টিনার সেরা তারকা লিওনের মেসি। এবার তিনিও ফিরলেন ক্লাবের দায়িত্বে।
বুধবার (৪ জানুয়ারি) সকালে প্যারিসে এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিতে পিএসজি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ওই ভিডিওর ক্যাপশনে পিএসজি উল্লেখ করেছে, ‘স্বাগত লিও’। এবার মাঠে নামার প্রস্তুতি শুরু করবেন তিনি। ফিটনেস নিয়ে কাজ করবেন। ৭ জানুয়ারি কোপা দে ফ্রান্সের ম্যাচ আছে পিএসজির। ওই ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা একেবারেই কম। খবর এনডিটিভি, ডেইলি মেইলের।
আগামী ১৬ জানুয়ারির লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন লিওনেল মেসি। এরপর রোনালদোর সৌদি আরবের ক্লাব আল নাসের ও সৌদির অন্য আল হিলাল ক্লাবের সমন্বয়ে গড়া দলের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবেন। এছাড়া সংবাদ মাধ্যম দাবি করেছে, সুখবর দেওয়ার মনস্থির করেই প্যারিসে এসেছেন আর্জেন্টাইন এই তারকা।