মরক্কোকে হারিয়ে স্বপ্নের ফাইনালে ফ্রান্স

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০২:৫৮ এএম

ছবি: রয়টার্সের

ছবি: রয়টার্সের


জাওয়াদ আর ইয়ামিকের এই অ্যাক্রোবেটিক শটেও ফরাসি দেয়াল ভাঙতে পারেনি মরক্কো। ছবি: রয়টার্সের


স্বপ্নের মত বিশ্বকাপ কাটানো আজকের সেমিফাইনাল ম্যাচটি মরক্কোর কাছে নতুন ইতিহাস সৃষ্টির লড়াই। আফ্রিকান এই সিংহদের বিপক্ষে কাতার বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল ইনজুরির থাবায় জর্জরিত ফ্রান্স। তবে শুরুতেই ৫ মিনিটের মাথায় হার্নান্দেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় ফ্রান্স।

এরপর একের পর এক আক্রমণ করেও সমতা ফেরাতে পারেনি মরক্কোর হাকিম জিয়েচরা। তবে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি সুযোগ দুদলই পেয়েছিল, তবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা।
[caption id="attachment_390937" align="aligncenter" width="1374"]

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয়েছিল খেলাটি। পুরো টুর্নামেন্ট দারুণ খেলা ফ্রান্সের ডিফেন্ডার উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওকে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি ফ্রান্সের হয়ে।

কোচ দিদিয়ের দেশমে দুই পরিবর্ত নিয়ে দলকে মরক্কোর বিপক্ষে মাঠে নামিয়েছিলেন। নতুন করে দলে জায়গা দেয়া হয়েছিল ইব্রাহিম কোনাটে এবং ফোফানাকে। ভালোও করেছেন বলা চলে।

এবারই প্রথম প্রথম আফ্রিকার কোনো দেশ সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করেছিল।
আজকের ম্যাচে খেলেছেন যারা
ফ্রান্স একাদশ: (ফরমেশন ৪-২-৩-১)
হুগো লোরিস, কুন্ডে, ইব্রাহিম কোনাটে, ভারান, হার্নান্দেজ, ফোফানা, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার জিরু, আন্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে
কোচ: দিদিয়ের দেশম
মরক্কোর একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)
ইয়াসিন বৌনৌ, রোমেন সাইস, নায়েফ আগুয়ের্ড, নউসায়ের মাজরাউই, আশরাফ হাকিমি, সোফিয়ানে আমরাবাত, এল ইয়ামিক, আজাদিনে ওউনাহি, ইউসেফ আন নাসিরি, সোফিয়ানে বৌফাল, হাকিম জিয়েচ।
কোচ: ওয়ালিদ-রেগরাগুই