স্ক্যালোনি ক্ষেপেছেন!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১১:৪০ পিএম

আর্জেন্টিনার কোচ লিওনল স্ক্যালোনি
আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নিয়ে উত্তাপ বাড়ছেই। মাঠে দুই দলের ফুটবলাররা হাতাহাতি তো করেছেনই। সেই সঙ্গে কোচিং স্টাফদের সঙ্গে ফুটবলারদের কথা কাটাকাটি হয়েছে। পেনাল্টির সময় একে অপরকে ‘স্লেজিং’ করেছেন। ম্যাচের পরে লিওনেল মেসি, এমি মার্টিনেজ এবং লুইস ফন গালরা একে অপরের প্রতি ‘কাদা ছোড়াছুড়িও’ করেছেন।
এরপর সেই বিবাদের রেশ সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও থেকে গেছে। মাঠে ধাক্কাধাক্কি, পেনাল্টি জিতে প্রতিপক্ষের সামনে গিয়ে উল্লাস এবং ম্যাচ শেষে কথার লড়াইয়ের কারণে আর্জেন্টিনাকে ‘বাজে বিজয়ী’ বলে সম্বোধন করা হয়েছে। সংবাদ সম্মেলনে যার জবাব দিয়েছেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি। খবর ইএসপিএনের।
তার ভাষ্য, যে ম্যাচে যেমন দরকার তেমনই খেলেছে তার দল। ওই ম্যাচ এখন অতীত। তা নিয়ে ভাবতে চান না তারা, ‘আর্জেন্টিনা ভালো বিজয়ী না, এই ধারণা এখানেই শেষ করা উচিত। যে প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি, তাদের প্রতি পূর্ণ সম্মান আছে আমাদের। আমরা তো সৌদি আরবের বিপক্ষে হেরেছিলাম, কই তখন কথা বলিনি তো!’