সেমিফাইনালের স্বপ্নে মাঠে নেমেছে ফ্রান্স-ইংল্যান্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০১:০২ এএম

ছবি: টফিলাইভ
সেমিফাইনালে পৌঁছে যাবার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সর্বশেষ ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও ইংল্যান্ড। আজকের খেলাটি হাইভোল্টেজ ম্যাচ তা বলাইবাহুল্য। দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে।
খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে ম্যাচটি।
আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে শক্তিশালী দুই দল।
১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর আর বিশ্বকাপের শিরোপা হাতে নেয়া হয়নি ইংল্যান্ডের। আরও একবার বড় মঞ্চে ট্রফি জয়ের উল্লাস করতে বেশ ভালোভাবেই এগুচ্ছে গ্যারাথ সাউথগেটের দল।
অন্যদিকে বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছেই রাখার মিশনে এমবাপ্পে জাদুতে ফেবারিটের তকমা এখনো ফ্রান্সের দিকে।
ফ্রান্স একাদশ: (ফরমেশন ৪-২-৩-১)
হুগো লোরিস, কুন্ডে, ইব্রাহিমা কোনাটে, ডায়ট উপামেকানো, হার্নান্দেজ, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার গিরুদ, আন্দোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে।
কোচ: দিদিয়ের দেশম
ইংল্যান্ড একাদশ: ফরমেশন (৪-২-৩-১)
জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কাইল ওয়াকার, হেন্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, ফিল ফোডেন, বুকায়ো শাকা।