১-০ গোলে এগিয়ে ব্রাজিল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১১:৩৯ পিএম

ছবি: এএফপি

ছবি: এএফপি

ইনজুরির কারণে নেইমারহীন দল নিয়ে আজ মাঠে নামে ব্রাজিল। দলে দুটি পরিবর্তন নিয়ে এসেছে সেলেসাওরা। নেইমার ও দানিলোর পরিবর্তে সুযোগ পেয়েছেন মিলিতাও ও ফ্রেড।
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। খেলার শুরু থেকেই সুইসদের রক্ষণভাগ আক্রমণে আক্রমণে কাঁপিয়ে তুলে রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভালো খেলেও প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি রিচার্লিসনরা।
গ্রুপ পর্বে ব্রাজিল ও সুইজারল্যান্ড এক ম্যাচ করে জেতায় দুই দলের সামনেই নকআউটে এক পা রাখার সুযোগ রয়েছে। ব্রাজিল ভালো আক্রমণ করেও ফিনিশিং টাচটি দিতে পারেনি ভিনিসিয়াস জুনিয়ররা। যার ফলে গোলও পায়নি দল। ১৩তম মিনিটে পাকুয়েতার ক্রস থেকে বল পেয়ে গিয়েছিলেন রিচার্লিসন।
কিন্তু তিনি একজন কাটিয়ে বক্সের মধ্যে বল ভিনিসিয়ুসকে দিলে তার আগেই ক্লিয়ার করে দেন সুইজারল্যান্ডের এক ডিফেন্ডার। এর কিছুক্ষণ পরই আরও একবার বল পেয়েছিলেন রিচার্লিসন।



তবে নেইমার না থাকায় উদ্বিগ্ন সারা বিশ্বের ব্রাজিল ভক্তরা। ফল কি হয় তা নিয়ে দুশ্চিন্তায় তারা।
ব্রাজিলের শুরুর একাদশ
অ্যালিসন বেকার, এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ফ্রেড, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।
সুইজারল্যান্ডের শুরুর একাদশ
ইয়ান সমার, সিলভান উইডমার, ম্যানুয়েল আকানজি, নিকো এলভেডি, রিকার্ডো রদ্রিগুয়েজ, রেমো ফেউলিয়র, গ্রানিথ সাকা, জিব্রির শো, ফ্যাবিয়ান রেইডার, ব্রেল এমবোলো, রুবেন ভার্গাস।