
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ১০:২২ এএম
আরো পড়ুন
জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারালো ডাচরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০১:৩৩ পিএম

ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। টস জিতে ব্যাট করে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জয়ের জন্য খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
এ ম্যাচে জয় পেলে সেমির পথে একধাপ এগিয়ে যেত জিম্বাবুয়ে। কিন্তু আগে ব্যাটিং করে নেদারল্যান্ডসের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দলটি। নির্ধারিত ওভারের ৪ বল আগেই ডাচ বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে রোডেশিয়ানরা।

জিম্বাবুয়ের হয়ে একাই লড়াই করেছেন সিকান্দার রাজা। তিনি ও শন উইলিয়ামসন ছাড়া আর কেউই দুই অঙ্কের কোঠা পার করতে পারেনি।
এদিকে ব্যাটে নেমে সহজেই জয় পায় ডাচরা।সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। টস জিতে ব্যাট করে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জয়ের জন্য খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
এ ম্যাচে জয় পেলে সেমির পথে একধাপ এগিয়ে যেত জিম্বাবুয়ে। কিন্তু আগে ব্যাটিং করে নেদারল্যান্ডসের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দলটি। নির্ধারিত ওভারের ৪ বল আগেই ডাচ বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে রোডেশিয়ানরা।

জিম্বাবুয়ের হয়ে একাই লড়াই করেছেন সিকান্দার রাজা। তিনি ও শন উইলিয়ামসন ছাড়া আর কেউই দুই অঙ্কের কোঠা পার করতে পারেনি।
এদিকে ব্যাটে নেমে সহজেই জয় পায় ডাচরা।