লাটভিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৮:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে ৩-১ গেম পয়েন্টে লাটভিয়াকে হারিয়েছে বাংলাদেশ। রবিবার (৯ অক্টোবর) আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে অনুষ্ঠানরত সপ্তম রাউন্ডের খেলায় এ জয়ের ফলে বাংলাদেশ দল দশম স্থানে রয়েছে।
বাংলাদেশের পক্ষে জান্নাতুল ফেরদৌসী ও ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় যথাক্রমে লাটভিয়ার স্পিংগিস জেভগেনিজস ও এডামোভিকস আলেকসিজকে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মোঃ সাজিদুল হক যথাক্রমে লাটভিয়ার জাজাকিনস আর্টজোমস ও মাকলাকোভা নাউমির সঙ্গে ড্র করেন।
ফিদে ট্রেইনার আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল বাংলাদেশ দলের নন প্লেয়িং ক্যাপ্টেন ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।
নবম রাউন্ডে বাংলাদেশ জর্জিয়ার সঙ্গে খেলবে। বর্তমানে ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ।