অলিম্পিয়াকোসে যোগ দিলেন মার্সেলো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৮ পিএম

কিংবদন্তি ফুটবলার মার্সেলো ভিয়েরা। ছবি: স্কাই স্পোর্টস
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় জুলাই থেকে ফ্রি এজেন্ট হিসেবেই সময় কাটাচ্ছিলেন ক্লাবটির কিংবদন্তি মার্সেলো। তবে এবার এলো তার ভক্তদের জন্য সুখবর।
এর আগে নতুন ক্লাব না পাওয়ায় অবসরের পথে এক পা বাড়িয়েও দিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই লেফট ব্যাক।
অবশেষে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের সঙ্গে চুক্তি করলেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা শিরোপাসহ সর্বোচ্চ শিরোপা স্পর্শ করা এই ব্রাজিলিয়ান তারকা গ্রিক ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন। দুই পক্ষ সম্মত হলে আরও এক বছর চুক্তির শর্ত রাখা হয়েছে।
মার্সেলোর সঙ্গে চুক্তি করতে পারায় গ্রিক চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস উচ্ছ্বাস প্রকাশ করেছে। এক টুইট বার্তায় লিখেছে, ‘একজন সত্যিকারের কিংবদন্তি আমাদের ক্লাবে যোগ দিচ্ছেন। স্বাগত মার্সেলো।’
ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স থেকে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্সেলো। ক্লাবটির হয়ে ১৫ বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশ’ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৩৮টি। তিনি রিয়ালের জার্সিতে সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতেছেন।