আর্জেন্টাইন অভিনেত্রীকে ইন্সটাগ্রামে আনফলো করলেন মেসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:১১ পিএম
অশ্লীল ছবি পোস্ট করায় এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আর্জেন্টাইন অভিনেত্রী লালি স্পোজিতোকে আনফলো করে দিলেন প্যারিস সেন্ট জ্যামাইকার (পিএসজি) ফুটবলার লিওনেল মেসি। আনফলো করার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রিবিউনো ডট কম।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়েছে, ইন্সটাগ্রামে নিকটস্থ বন্ধু-স্বজনকে নিয়ে একটি গ্রুপ খুলেছিলেন লালি। সেখানে কিছু ব্যক্তিগত ছবিও দিয়েছিলেন। মেসির কাছে সেটি বিরক্তির কারণ হয়েছে। তাই এই তারকা লালিকে আনফলো করে দিয়েছেন। অবশ্য আর্জেন্টাইন অভিনেত্রী এ ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।
প্রার্থনার সুরে তিনি বলেন, লিও, আমি দুঃখিত, আমি কিন্তু সব সময় ওমনটা না। আমি তোমাকে খুবই পছন্দ করি। আমাকে আনফলো করো না, প্লিজ।
তবে অভিনেত্রীর দুঃখ প্রকাশে ফুটবলার মেসির মন গলেনি। তাই ‘ফলোয়িং লালি’ বাটনে আর ক্লিক করেননি তিনি।