ক্যাসমিরোর বিদায়ের আগেই ‘আরেক ক্যাসমিরোকে’ চায় মাদ্রিদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৮:০০ পিএম

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। ফাইল ছবি
ক্যাসমিরোর বিদায়ের আগমুহূর্তেই ‘আরেক ক্যাসমিরোকে’ ঠিক করে ফেলেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। আর সেই ‘আরেক ক্যাসমিরো’ হলেন নিউক্যাসল ইউনাইটেডের প্রতিভাবান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস।
এর আগে মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলোত্তি দলটির অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। ঘণ্টাখানেক আগে ক্যাসমিরোর ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সিদ্ধান্তের বিষয়টিও জানান তিনি। তবে এরই মধ্যে তারই এক স্বদেশীকে মধ্যমাঠের নতুন মুখ হিসেবে দলে পেতে কাজ শুরু করেছে রিয়াল। খবর এএসের।
আরও পড়ুন: ম্যানইউতে যোগ দিতে চান ক্যাসমিরো
উল্লেখ্য, চলতি সপ্তাহে রটে যাওয়া গুঞ্জনকে সত্যে পরিণত করে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাসমিরো। এই সিদ্ধান্ত নিতে তাকে বহু কাঠখড় পোড়াতে হলে পাশে ছিল রিয়াল মাদ্রিদ। ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও মেয়াদ পূর্ণ হওয়ার আগে ক্লাব ছাড়ার সিদ্ধান্তে আফসোস করছে না স্প্যানিশ ক্লাবটি।