ম্যানইউতে যোগ দিতে চান ক্যাসমিরো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৭:৪০ পিএম

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসমিরো। ফাইল ছবি
গুঞ্জনই অবশেষে সত্যে পরিণত হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদে আর থাকতে চান না ক্যাসমিরো। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যারপরনাই উদ্বাহু ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
চলতি সপ্তাহেই গুঞ্জন রটে, ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন ক্যাসমিরো। সেই গুঞ্জনকেই সত্যে পরিণত করতে যাচ্ছেন তিনি। সেলতা ভিগোর বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আনচেলত্তি, আজ শুক্রবার সকালে কাসেমিরোর সঙ্গে আমি কথা বলেছি। সে নতুন চ্যালেঞ্জ, নতুন সুযোগ নিতে চায়। আমি এবং ক্লাব তার ভাবনা উপলব্ধি করেছি। খবর ইএসপিএনের।
আরও পড়ুন: ম্যানইউয়ের প্রস্তাবে সাড়া দিতে পারেন মাদ্রিদের ক্যাসমিরো
এদিকে, রিয়ালের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এ বিষয়ে আফসোস নেই ক্লাবটির। স্প্যানিশ এই ক্লাবের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ৬২৭ কোটি টাকার প্রস্তাব যদি রেড ডেভিলরা দিলে ক্লাবটি আপত্তি তুলবে না। পাশাপাশি, রিয়াল মাদ্রিদের প্রশিক্ষক (কোচ) কার্লো অ্যানচেলত্তি বলেন, ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার যদি চলে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেই ফেলেন, তাহলে তাতে কোনো বাধা দেবো না।