
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৩:১২ পিএম
আরো পড়ুন
ব্রাজিলিয়ান ক্লাবেই ঠাঁই হচ্ছে রোনালদোর?

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০৮:৫০ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়ে রীতিমতো মহাফ্যাসাদেই পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন করে কোনো ক্লাবই তাকে স্বাগত জানাতে প্রস্তুত নয়। ঠিক এই অবস্থাতেই পর্তুগিজ এই তারকার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স। ওই ক্লাবের সভাপতি দুইলিও মন্তেইরো আলভেস জানিয়েছেন, রোনালদোকে দলে ভেড়ানোর বড় স্বপ্ন দেখছে তার দল।
গত মৌসুমে ম্যানইউতে রোনালদোর পারফর্মেন্স ছিল দারুণ। প্রিমিয়ার লিগে ম্যানইউতে তার মতো কেউ গোল করতে পারেননি। তবে পর্তুগিজ এই তারকা গোলনৈপুণ্য দেখাতে পারলেও ম্যানইউ ৬ নম্বরে থেকে লিগ শেষ করেছে। যে কারণে ২০০২-০৩ মৌসুমের পর এই প্রথম ইউরোপা লিগে খেলতে হবে এই দলকে। আর ঠিক এই কারণেই দলত্যাগ করতে চাইছেন রোনালদো। এখন দেখা যাক, ব্রাজিলিয়ান ক্লাবে রোনালদো যোগদান করবেন কিনা। খবর মার্সার।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়ে রীতিমতো মহাফ্যাসাদেই পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন করে কোনো ক্লাবই তাকে স্বাগত জানাতে প্রস্তুত নয়। ঠিক এই অবস্থাতেই পর্তুগিজ এই তারকার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স। ওই ক্লাবের সভাপতি দুইলিও মন্তেইরো আলভেস জানিয়েছেন, রোনালদোকে দলে ভেড়ানোর বড় স্বপ্ন দেখছে তার দল।
গত মৌসুমে ম্যানইউতে রোনালদোর পারফর্মেন্স ছিল দারুণ। প্রিমিয়ার লিগে ম্যানইউতে তার মতো কেউ গোল করতে পারেননি। তবে পর্তুগিজ এই তারকা গোলনৈপুণ্য দেখাতে পারলেও ম্যানইউ ৬ নম্বরে থেকে লিগ শেষ করেছে। যে কারণে ২০০২-০৩ মৌসুমের পর এই প্রথম ইউরোপা লিগে খেলতে হবে এই দলকে। আর ঠিক এই কারণেই দলত্যাগ করতে চাইছেন রোনালদো। এখন দেখা যাক, ব্রাজিলিয়ান ক্লাবে রোনালদো যোগদান করবেন কিনা। খবর মার্সার।