বার্সেলোনার স্ট্রাইকারকে ছিনিয়ে নিতে চায় চেলসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০৩:৩১ পিএম

বার্সেলোনার স্ট্রাইকার পিয়ের-এমেরিক অবামেয়াং
স্ট্রাইকার অবামেয়াংকে বার্সেলোনার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় চেলসি। নিজেদের স্ট্রাইকার পদে অন্তর্ভূক্তির জন্য তালিকায় বেশ কয়েকজনকে রেখেছে দলটি।
এর আগে বার্সেলোনার কাছে রাফিনিয়া, জুলস কুন্দেদের মতো বহু ফুটবলারকেই হারিয়েছে এই ইংলিশ ক্লাব। ড্যানিশ ডিফেন্ডার আন্দ্রিয়াস ক্রিস্টেনসেনও স্ট্যামফোর্ড ব্রিজ থেকে উড়াল দিয়েছেন। শত চেষ্টা করেও তাদেরকে দলে ফেরাতে পারেনি চেলসি। এরই মধ্যে বার্সেলোনার বহু ফুটবলারকে নেয়ার জন্য একটি শর্টলিস্টও তৈরি করে ফেলেছে ক্লাবটি। খবর মার্সার।
ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেন, বার্সেলোনার স্ট্রাইকার পিয়ের-এমেরিক অবামেয়াংও সেই শর্টলিস্টে রয়েছেন। এরই মধ্যে অবামেয়াংয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে তারা। যদিও গ্যাবনের সাবেক অধিনায়কের জন্য বার্সেলোনার কাছে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি।