করফাঁকির অভিযোগ: ৫ বছরের কারাদণ্ড হতে পারে নেইমারের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৫:১৪ পিএম

নেইমার। ফাইল ছবি
বিশ্বকাপের দোরগোড়ায় নেইমারের জীবনে এসেছে নতুন এক বিপদ। যার ভাগ্য নির্ধারণ আগামী ১৭ অক্টোবর। আদালতে বিচারে জরিমানার শঙ্কার মধ্যেও ভয় দেখাচ্ছে ৫ বছরের কারাদণ্ড।
আজ বুধবার (২৭ জুলাই) স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম বিইউ এ খবর প্রকাশ করে। স্প্যানিশ কর বিভাগীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই সংবাদমাধ্যম জানায়, ২০১৩ সালে ব্রাজিল থেকে যে স্পেনে পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায় নাম লিখিয়ে, সেই দলবদলের করফাঁকির অভিযোগেই হতে পারে নেইমারের কারাদণ্ড। সেই কারণেই পিএসজি তারকার দুই বছরের জেল আর ৯৬ কোটি টাকা জরিমানা চান তারা। সে কারণেই নেইমারের নামে দায়ের করা হয়েছে মামলা।
আগামী ১৭ অক্টোবর এই মামলার শুনানি হবে। তার জন্য নেইমারকে যেতে হবে বার্সেলোনায়। প্রসিকিউশনের বিশ্বাস, সব মিলিয়ে নেইমারের সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেয়ার সময় ৮০ কোটি আট লাখ টাকা করফাঁকি দিয়েছেন।