এই প্রথম একসঙ্গে হাসলেন মেসি-নেইমার-এমবাপ্পে!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৯:৪২ এএম

রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে প্রথমবারের মতো একসঙ্গে গোল করেন মেসি-নেইমার-এমবাপ্পে। ছবি: সংগৃহীত
এই প্রথম একসঙ্গে একই মাঠে হাসলেন মেসি-নেইমার-এমবাপ্পে। প্রথমবারের মতো একসঙ্গে গোল দিলেন তারা। আর তাতেই ম্লান লরিয়েঁ। এই ত্রয়ীর দুর্দান্ত নৈপুণ্যে লিগ ওয়ানে লরিয়েঁকে ৫-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। খবর ইএসপিএনের।
রবিবার (৩ এপ্রিল) রাতে ঘরের মাঠে ম্যাচটি ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। দুইটি করে গোল করেন এমবাপ্পে আর নেইমার। আরেকটি গোল করেন মেসি।
গোটা ম্যাচে এমবাপ্পে গোল করেছেন দুটি। তা দেখাদেখি নেইমারও জোড়া গোল করলেন। তবে গোলের হিসাবে পিছিয়ে থাকলেন মেসি। কিন্তু এটাইবা কম কীসে। একই মাঠে এই ফুটবলত্রয়ীর একসঙ্গে গোলের অনুঘটক হিসেবে আরও অনেক ঘটনাই কাজ করেছে। লরিয়েঁ এক গোল করায় পিএসজির এই তিন তারকা গোল করার শক্তি ও সাহস দেখিয়েছেন।