বিশ্বসেরা দাবাড়ু কার্লসেনকে হারিয়ে দিল ভারতীয় কিশোর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:০২ এএম

১৬ বছরে বিশ্বসেরা দাবাড়ুকে হারাল ভারতীয় কিশোর
অনলাইন দাবা প্রতিযোগিতা এয়ার থিংস মাস্টার্সে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনেস কার্লসেনকে হারিয়ে দিয়েছে ১৬ বছর বয়সী এক কিশোর। নরওয়ের কার্লসেন দাবা প্রতিযোগিতায় টানা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ দাবা চ্যাম্পিয়নশিপেও সেরার মুকুটটি ঘরে তোলেন তিনি। বিশ্বসেরা দাবা খেলোয়াড় কিনা অনলাইন টুর্নামেন্টে হেরে গেলেন এক কিশোরের কাছে!
১৬ বছর বয়সী ভারতীয় এই কিশোরের নাম প্রজ্ঞানন্দ। দাবার ৩৯তম চাল দিতেই পরাজিত হন কার্লসেন। অনলাইন টুর্নামেন্টটিতে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কার্লসেনের কাছে পরাজিত হওয়া ইয়ান নেপোমনিয়াচি রয়েছেন শীর্ষ স্থানে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়ার।
এর আগে ২০১৬ সালে মাত্র ১০ বছর বয়সে সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হয় প্রজ্ঞানন্দ। ১২ বছর বয়সেই এই ভারতীয় দাবাড়ু গ্র্যান্ড মাস্টার হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ১৬ বছর বয়সী এই কিশোর ভারতের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য তামিলনাড়ুর বাসিন্দা। তিনি ২০০৬ সালে জন্মগ্রহণ করেন।