×

সোশ্যাল মিডিয়া

‘না’ বলতে শিখতে হবে: ডা. আব্দুর নূর তুষার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৯:৪০ এএম

‘না’ বলতে শিখতে হবে: ডা. আব্দুর নূর তুষার

ডা. আব্দুর নূর তুষার। ছবি: সংগৃহীত

   

জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব এবং প্রখ্যাত বিতার্কিক ডা. আব্দুর নূর তুষার তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তায় অন্যায়, বৈষম্য, এবং নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নিজের পোস্টে তিনি ইতিহাসের বিভিন্ন সময়ের উদাহরণ দিয়ে ‘না’ বলার শক্তিকে তুলে ধরেছেন এবং অন্যায়কে প্রতিরোধ করতে সব খারাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন।

ডা. তুষার উল্লেখ করেন, ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে কোনো ব্যক্তির সাহসী ‘না’ বলার মাধ্যমে। তিনি উদাহরণ হিসেবে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বেগম রোকেয়া, নেলসন ম্যান্ডেলা, চে গেচে গুয়েভারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আরো অনেক বিখ্যাত ব্যক্তির নাম তুলে ধরেন, যারা তাদের সমাজ ও রাষ্ট্রে অন্যায়ের বিরুদ্ধে ‘না’ বলে পরিবর্তন এনেছিলেন।

তিনি বলেন, ‘ইয়েস ম্যান বা জ্বি হুজুরের দেশ ও সমাজ বদলায় না। মেনে নিলে নতুন কিছু আসে না।’ তিনি আরো বলেন, ‘না বলতে সাহস লাগে, সততা লাগে, প্রজ্ঞা ও আত্মসম্মানবোধ লাগে।’ তিনি তার লেখায় ‘না’ বলাকে একটি পজিটিভ একশন হিসেবে উল্লেখ করেন এবং সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ‘না’ বলার গুরুত্ব তুলে ধরেন।

তুষার এই বার্তায় সমাজের প্রতিটি স্তরে অন্যায়, বৈষম্য, এবং অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব খারাপের বিরুদ্ধে ‘না’ বলার মাধ্যমে একটি বড় বিপ্লবের অংশীদার হতে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘সকল অন্যায় অবিচার অনাচারকে না বললে সেটাই হবে সবচেয়ে বড় বিপ্লব।’

আরো পড়ুন: কাকে মিডিয়া মাফিয়া বললেন তুষার?

ডা. তুষারের এই পোস্ট ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এ বার্তা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে এবং অনেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নতুন উদ্যম পাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App