×

সোশ্যাল মিডিয়া

রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ, চিন্তিত তসলিমা নাসরিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পিএম

রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ, চিন্তিত তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন। ছবি: সংগৃহীত

   

বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ভারতে বসবাসের অনুমতিপত্র (রেসিডেন্স পারমিট) নিয়ে সংকটে পড়েছেন। তার পারমিটের মেয়াদ শেষ হয়েছে গত ২২ জুলাই, যা প্রায় ৩ মাস হতে চলল। এখনো পর্যন্ত মেয়াদ নবায়নের কোনো ব্যবস্থা হয়নি, যা নিয়ে তসলিমা ব্যাপক চিন্তিত।

তিনি জানান, এর আগে কখনো এমন পরিস্থিতি হয়নি। প্রতি বার মেয়াদ শেষ হলেই তা দ্রুত পুনর্নবায়ন করা হতো। কিন্তু এবার তিনি কোন জবাব পাচ্ছেন না। তসলিমা নাসরিন বলেন, ‘আমি ২০ বছর ধরে ভারতে রয়েছি, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফোন ও মেইলে যোগাযোগ করেছি, কিন্তু এখনো কোনো উত্তর আসেনি।’

তসলিমা জানান, তার আমেরিকায় কাজ রয়েছে, কিন্তু ভারতে ফেরার নিশ্চয়তা না থাকায় তিনি সেখানে যেতে পারছেন না। কাগজপত্র ছাড়া আমেরিকা গেলে আর ভারতে ঢোকার সুযোগ নাও পেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন।

বিশ্বব্যাপী তসলিমা নাসরিন বরাবরই বিতর্কিত লেখার জন্য আলোচিত ও সমালোচিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দিয়েছেন। তবে এবার তার ভারতে থাকার অনুমতি পুনর্নবায়ন না হওয়ায় তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন।

তসলিমা বলেন, ‘এই বয়সে এবং এই শারীরিক অবস্থায় অন্য কোথাও যাওয়ার উপায় নেই। আমার নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কলকাতায় থাকতে ভালোবাসতাম, কিন্তু সেখান থেকেও দিল্লিতে আসতে বাধ্য হলাম। এখন আমি কোথায় যাব?’

আরো পড়ুন: ফেসবুকে পূজোর ভোগ নিয়ে তসলিমা নাসরিনের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

বর্তমানে তসলিমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, এবং তিনি উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App