কোটা আন্দোলন: গুগলের ইঞ্জিনিয়ার সবুরের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড়

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৬:৪০ পিএম

গুগলের ইঞ্জিনিয়ার জাহেদ সবুর। ছবি: ফেসবুক
দেশজুড়ে কোটাবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। কোটা আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। জনপ্রিয় অনেক ইনফ্লুয়েন্সার তাদের মতামত জানান দিচ্ছেন। এবার কোটা আন্দোলন নিয়ে গুগলের প্রথম বাংলাদেশি ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার এবং ঊর্ধ্বতন পরিচালক জাহেদ সবুর ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাস নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে নিজের ফেসবুক কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন সবুর।
ফেসবুক স্ট্যাটাসে জাহেদ সবুর বলেন, আমার মা-বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। অনেকেরই হয়তো পরিবারে কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না। কাজেই আমরাই সংখ্যায় অনেক অনেক বেশি। যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের জন্যে আমরা কতটুকু সুবিধা দিতে চাই? শূন্য? স্বার্থপর হলে তাহলে এটাই সঠিক। সবার ভালোবাসা পাবার আশায় সংখ্যাগরিষ্ঠ হয়ে নিজেদের পক্ষে কথা বলা খুব সহজ। আমি সেই মানুষ নই। তেমন মানুষ ভালো না লাগলে আমাকে আনফলো করে বিদায় হন।
তিনি আরো বলেন, আর বাকিরা যাদের মধ্যে নিঃস্বার্থ নীতি বলতে কিছু আছে, আপনারা কতটুকু সুবিধা দিতে চান মুক্তিযোদ্ধাদের? ৩০% এর জায়গায় ২০%? না হয় ধরলাম ১০%? বছরে কয়টা সরকারি পোস্টে নতুন মানুষ নিয়োগ দেওয়া হয়? ৩০% এর জায়গায় ১০% ধরলে ২০% নিয়ে যদি মতের অমিল হয়ে থাকে, তাহলে তাতে বছরে কয়টা নিয়োগের অমিল হয় সেটা হিসাব করে দেখেছেন? আমাদের জনসংখ্যার ০.০০০১% কি হয় তাতে? বাকিরা কি করবেন?
সবুর বলেন, আপনাদের এত দুর্নীতির অভিযোগে যে সরকারি চাকরির পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নিয়োগ নিয়ে সেই চাকরির জন্য এত যুদ্ধ? আজকের যুগে যেখানে পরিশ্রম করলে পৃথিবী আপনার, সুযোগের অভাব নাই, সেখানে এই শর্টকাট নিয়ে ঘুষ খাবার বন্দোবস্ত করতে পারবে না বলে এত হা-হুতাশ, এত যুদ্ধ। আপনারাই তো বলেন সরকারী চাকরীর বেতন কম, তারপরও বেশিরভাগ ঘুষ নিয়ে রাতারাতি বড়লোক হবার জন্য এই পথ বেছে নেয়। তারপর নিজেরাই আবার সেটার জন্যে মরিয়া?
গুগলের এই ইঞ্জিনিয়ার বলেন, আমার বা অন্য কারো দোষ ধরে আপনাদের জীবন বদলাবে না। কাজেই যা ইচ্ছা করতে পারেন কিন্তু তাতে লাভ ক্ষতি শুধু আপনাদেরই হবে, বাকিরা শুধু আপনাদের পছন্দমতো কথা বলে নিজেদের স্বার্থে আপনাদের নিয়ে ব্যবসা করবে। কিন্তু সেটা বোঝার শক্তি আপনাদের নাই।