‘খুব শিগগিরই রাশিয়ায় হামলার কড়া জবাব পাবে ইউক্রেন'

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ এএম

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। ছবি : সংগৃহীত
রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী রিলস্ক শহরে ইউক্রেনের হামলার জবাব শিগগিরিই দেখায়া হবে ইউক্রেনকে। শুক্রবার (২০ ডিসেম্বর) এ কথা জানিয়েছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। খবর তাসের।
তিনি বলেন, ইউক্রেনের সর্বশেষ হামলার জবাব দিতে অপেক্ষা করবে না রাশিয়া। রাশিয়ান বেসামরিক লোকজনের ওপর এই ইচ্ছাকৃত অপরাধমূলক হামলার জবাব শিগগিরিই দেব।
এই হামলাকে কিয়েভ সরকারের আরেকটি বোকামি পদক্ষেপ বলে নিন্দা করেছেন রাশিয়ার এই কূটনীতিক।
রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের এই সর্বশেষ হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন এবং আরো ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে।
আরো পড়ুন : সিরিয়ায় রাশিয়ার অনুপস্থিতির সুযোগ নিচ্ছে ইসরায়েল: পুতিন