যে শর্তে সা'দপন্থিদের ইজতেমা করার অনুমতি দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭ পিএম

ছবি: সংগৃহীত
আগামী বছর থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আর ইজতেমা করতে পারবেন না–এই শর্তে এ বছর সা'দপন্থিদের ইজতেমা করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখার উপ-সচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সা’দ সাহেবের অনুসারীগণ) আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা এবং তাবলীগি কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না, এই শর্ত পূরণ সাপেক্ষে শুধু ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে ইজতেমা করতে পারবেন।
১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব সা’দপন্থিরা এই মাঠ প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। ২০ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দান জুবায়েরপন্থি বা শুরায়ে নেজামপন্থিদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, তাবলীগ জামাতের শীর্ষ নেতা ভারতের সা’দ কান্দলভীকে নিয়ে আকিদাগত এবং অভ্যন্তরীণ বিভিন্ন দ্বন্দ্বে বাংলাদেশে তাবলীগ জামাতে দুটি পক্ষ তৈরি হয়।
২০১৮ সাল থেকে তারা আলাদাভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করছেন। মাঠ দখলে নেয়াকে কেন্দ্র করে সর্বশেষ গত ডিসেম্বরে টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে চারজনের প্রাণ যায়।
জুবায়েরপন্থিদের চাপের মুখে এই মাঠের দাবি ছেড়ে দেয়ার জন্য সা’দপন্থিদের শর্ত দেয়া হয় সরকারের পক্ষ থেকে। তবে গত ৩১ জানুয়ারি থেকে দুই দফায় ছয়দিনের জন্য বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীর মাঠের বরাদ্দ পান জুবায়েরপন্থিরা।